কোনো বেয়াদবের স্থান ছাত্রলীগে হতে পারেনা: পরিকল্পনামন্ত্রী

কোনো বেয়াদবের স্থান ছাত্রলীগে হতে পারেনা: পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘ছাত্রলীগ মানে হচ্ছে ছাত্রদের সংগঠন। এখানে সকল শিক্ষিতদের পদচারণা। তাই সকল ছাত্রলীগকর্মীকে অবশ্যই মুরব্বিদের মানতে হবে। তাদেরকে সম্মান করতে হবে। কোনো বেয়াদবের স্থান ছাত্রলীগে হতে পারেনা। ছাত্রলীগ করতে হলে অবশ্যই আদবের সাথে, মার্জিত হয়ে করতে হবে।’

বুধবার বিকেল সাড়ে ৪টায় শান্তিগঞ্জ উপজেলার শান্তিগঞ্জ বাজারের এম এ মান্নান চত্বরে ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী ভার্চুয়ালি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

ছাত্রলীগকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, ‘দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব অনেক উন্নয়ন হচ্ছে। সে উন্নয়নের কথা অনেকেই জানেন না অথবা কুচক্রী মহল সাধারণ মানুষকে উন্নয়নের ব্যাপারে ভু্ল বার্তা দিচ্ছে। সাধারণ মানুষের কাছে শেখ হাসিনার উন্নয়নের কথা পৌঁছে দাও। মানুষকে উন্নয়ন এবং দেশ এগিয়ে যাওয়ার কথা মানুষকে বলো।’

মন্ত্রী আরও বলেন, ‘দেশে এর আগে এতো উন্নয়ন আর কেউ করেননি। আওয়ামী লীগের নেতৃত্ব অনেক এগিয়েছে। আর সব উন্নয়নে সরাসরি ছাত্রলীগের অংশগ্রহণ ছিলো। দেশ গঠনেও ছাত্রলীগের ভূমিকা অনস্বীকার্য। তাই দেশের প্রতি ছাত্রলীগের একটি কমিটমেন্ট আছে। সে কমিটমেন্ট মেনে কাজ হবে।’

প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন। বিশেষ বক্তার বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সভাপতি দিপঙ্কর কান্তি দে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি ছদরুল ইসলাম। সাধারণ সম্পাদক নাঈম আহমদ ও যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল দাশের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনামন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব ও উপজেলা আওয়ামীলীগের উপ দপ্তর সম্পাদক মো. হাসনাত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাজি তহুর আলী, মাওলানা আবদুল কাইয়ুম, সাধারণ সম্পাদক আতাউর রহমান, জেলা পরিষদের সদস্য জহিরুল ইসলাম জহুর, জয়কলস ইউপি চেয়ারম্যান আবদুল বাসিত সুজন, পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, শিমুলবাঁক ইউপি চেয়ারম্যান শাহীনুর রহমান শাহীন, সাবেক চেয়ারম্যান মো. নূরুল হক।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা তাঁতীলীগের সভাপতি মো. গোলাম মোস্তফা, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি বিধান তালুকদার, সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম শিপন, জেলা ছাত্রলীগ নেতা মাজেদুল ইসলাম, তানভীর আহমদ সোহান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রিপন তালুকদার, সাবেক আহ্বায়ক মনসুর আলম সুজন, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইমরান হোসেন তালুকদার, সহ সভাপতি দিলন আহমদ, অপু পাল, ছালেক আহমদ, নিতাই দাশ, সমীরণ দাশ সবীর, যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ ও জয়নুল সাবেরীন।

এসময় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিকলীক, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।