খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি

খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি

শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে এক চিকিৎসক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে কয়েকদিন থাকতে হতে পারে। সে জন্য তাকে ভর্তি করানো হয়েছে।’

মঙ্গলবার বিকেল ৩টা ৩৯ মিনিটে সাদা একটি পাজেরো গাড়িতে রাজধানীর গুলশানের বাসভবন ফিরোজ থেকে এভারকেয়ার হাসপাতালের উদ্দেশ্য রওনা হন। বিকেল ৪টা ৪ মিনিটে দিকে তিনি হাসপাতালে পৌঁছান।

গত ১১ এপ্রিল খালেদা জিয়ার করোনার রিপোর্ট পজিটিভ আসে। শুরুতে গুলশানের বাসভবন ফিরোজার দ্বিতীয় তলায় একটি রুমে চিকিৎসা চলছিল বিএনপি নেত্রীর।

১৫ এপ্রিল এভারকেয়ার হাসপাতালে সিটি স্ক্যান করানো হয় খালেদা জিয়ার। এরপর ফিরিয়ে আনা হয় গুলশানের বাসভবনে। অবস্থার অবনতি হলে ২৭ এপ্রিল একই হাসপাতালে ভর্তি করা হয় বিএনপি প্রধানকে।

৩ মে শ্বাসকষ্ট অনুভব করলে খালেদা জিয়াকে কেবিন থেকে সিসিইউতে স্থানান্তর করা হয়। বিএনপি থেকে খালেদা জিয়ার করোনামুক্তির খবর দেয়া হয় ৯ মে।

তবে সিসিইউতে থাকা অবস্থায় হঠাৎ জ্বরে আক্রান্ত হন খালেদা জিয়া। ৩ জুন চিকিৎসকদের পরামর্শে তাকে কেবিন ফিরিয়ে আনা হয়। এর ১৬ দিন পর বাসায় ফেরেন সাবেক এই প্রধানমন্ত্রী।