হবিগঞ্জে বাল্য বিয়ে

পুলিশ আসার খবরে বধূ নিতে আসেননি বর!

পুলিশ আসার খবরে বধূ নিতে আসেননি বর!
ফাইল ছবি

হবিগঞ্জের আজমিরীগঞ্জে স্কুলছাত্রীর বাল্য বিয়ে বন্ধ করেছে উপজেলা প্রশাসন।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ শফিকুল ইসলাম বিয়ে বাড়িতে উপস্থিত হলে পুলিশ দেখে পালিয়ে যান মেয়ের বাবা মা। তবে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয় অনুষ্ঠানস্থলে উপস্থিত থাকা মেয়ের বড় ভাইকে।

স্থানীয়রা জানান, রান্নার আয়োজন শেষ হওয়ার পরপরই নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন। এ খবরে বিয়ে বাড়িতে আসেননি বর। পরে রান্না করা খাবার খাওয়ানো হয় কিছুসংখ্যক বরযাত্রী ও স্থানীয় লোকজনকে।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত বিয়ে আয়োজন করবেন না বলে মুচলেকা দিয়েছেন মেয়েটির বড় ভাই। তবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।