বাড়ি বাড়ি গিয়ে ভ্যাকসিনের নিবন্ধন করলো সেচ্ছাসেবী টিম

বাড়ি বাড়ি গিয়ে ভ্যাকসিনের নিবন্ধন করলো সেচ্ছাসেবী টিম

সুনামগঞ্জের জগন্নাথপুরে ১নং কলকলিয়া ইউনিয়নের মজিদপুর গ্রামে বাড়ি বাড়ি গিয়ে বিনামূল্যে করোনাভাইরাস নিয়ন্ত্রণে ভ্যাকসিন নিবন্ধন করে দিয়েছে একটি সেচ্ছাসেবক টিম।

বুধবার (১৮ জুলাই) বিকেলে প্রায় ঘন্টাব্যাপী ক্যাম্পেইনে শতাধিক ৩০ উর্ধ্ব মানুষকে ভ্যাকসিন নিবন্ধনের আওতায় আনা হয়।

এ ক্যাম্পেইনে অংশ নিয়েছেন সেচ্ছাসেবক এমদাদুর রহমান সুমন, রিজু আহমেদ, দবির মিয়া, লিটু আহমেদ, কামরুল ইসলাম মাহি, মারজুম আহমেদ রাজ, কাওছারুল ইসলাম মাজেদ, রাজেল আহমদ।

এ ব্যাপারে সেচ্ছাসেবী টিমের সদস্য মারজুম আহমদ রাজ বলেন, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সারাদেশে টিকাদান কর্মসূচী চলছে। এখন  ৩০ বছরের উপর যে কেউ টিকার জন্য নিবন্ধন করতে পারবেন। তাই আমরা গ্রামের শতাধিক মানুষের ভ্যাকসিনের নিবন্ধন করিয়েছি। পর্যায়ক্রমে পুরো গ্রামকে ভ্যাকসিন নিবন্ধনের আওতায় আনার পরিকল্পনা আছে আমাদের।

সেচ্ছাসেবী টিমের আরেক সদস্য এমদাদুর রহমান সুমন বলেন, দেশের সংক্রমণের গতি দিনদিন বাড়ছে তাই আমরা সবাইকে সচেতন করেছি পাশাপাশি ভ্যাকসিন নিবন্ধন করে দিয়েছি বিনামূল্যে। আশা করছি পুরো গ্রামের সবাই নিবন্ধনের আওতায় আসবে।