বিমানবন্দর হবে সুনামগঞ্জে, জানালেন পরিকল্পনামন্ত্রী

বিমানবন্দর হবে সুনামগঞ্জে, জানালেন পরিকল্পনামন্ত্রী
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

সুনামগঞ্জে বিমানবন্দর হবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, একটা এয়ার ট্রিপ কয় ট্যাকা লাগে। ছোট ছোট প্লেন নামবে প্যাসেঞ্জার নিয়ে। তারা টাঙ্গুয়ার হাওর যাবে। মাছ মাংস খাবে। বাড়ি চলে যাবে।

বৃহস্পতিবার (২৭ মে) দুপুরে সুনামগঞ্জের নবীনগরে খন্দকার আলকাছ এবং আমিনা হাসপাতাল উদ্বোধনকালে পরিকল্পনামন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আমরা সুনামগঞ্জকে রেললাইনের সঙ্গে সংযুক্ত করব। এ নিয়ে আপনাদের মনে যেন কোনো সন্দেহ না থাকে। সুনামগঞ্জ থেকে মোহনগঞ্জ যাবে রেললাইন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে পাঁচ বছরেই এ সকল কাজ করা সম্ভব।

পরিবেশ নিয়ে সরকার চিন্তিত উল্লেখ করে মান্নান বলেন, দেখার হাওর, টাঙ্গুয়ার হাওর আমাদের বিশাল সম্পদ। এগুলো আমরা ধ্বংস করতে চাই না। কারও বাড়িতে যদি পুকুর থাকে সেগুলো ভরাট করতে নিষেধ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। হাওরের জীববৈচিত্র্যের ক্ষতি করবে এমন কোনো পরিকল্পনা বাংলাদেশ সরকার করবে না। অবশ্যই সুনামগঞ্জে রেললাইন হবে।

এ সময় সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, সিভিল সার্জন ডা. শামস উদ্দিনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।