মৌলভীবাজারে ‘কালনাগিনী’ উদ্ধার

মৌলভীবাজারে ‘কালনাগিনী’ উদ্ধার
উদ্ধার করা কালনাগিনী সাপ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার পৌর শহরের একটি বাসা থেকে একটি বিষহীন কালনাগিনী সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

শুক্রবার (২৭ মে) সকালে শ্রীমঙ্গল পৌর শহরের কালিঘাট রোডের জুয়েল কানু নামে এক ব্যক্তির তিন তলা বাড়ির ছাদ থেকে সাপটি উদ্ধার করা হয়।

শনিবার সংগঠনটির পরিচালক সজল দেব জানান, গত বুধবার দুপুরে বাসার ছাদে কাপড় রোদে দিতে গেলে এক নারী একটি সাপ দেখতে পান। পরে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেন তারা। খবর পেয়ে তিনি সেখানে যান। কিন্তু সাপটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। দুই দিন পর শুক্রবার সাপটি উদ্ধার করা হয়েছে। শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে শিগগিরই সাপটি লাউয়াছড়া বনে অবমুক্ত করা হবে।

এই সাপের বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক এবং বন্যপ্রাণী গবেষক ড. কামরুল হাসান বলেন, ‘কালনাগিনী বিষহীন সাপ। এর কামড়ে মানুষ মারা যায় না। সাপুড়ে, যারা সাপের খেলা দেখান, তারা এ নিয়ে ভ্রান্ত কল্পকাহিনী রচনা করেন।’