লিডিং ইউনিভার্সিটির ইইই বিভাগের শিক্ষার্থীদের ইন্ডাস্ট্রিয়াল ট্রেইনিং সম্পন্ন

লিডিং ইউনিভার্সিটির ইইই বিভাগের শিক্ষার্থীদের ইন্ডাস্ট্রিয়াল ট্রেইনিং সম্পন্ন

লিডিং ইউনিভার্সিটির ইলেকট্রিক‍্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ২৬ এবং ২৭তম ব‍্যাচের শিক্ষার্থীদের ইন্ডাস্ট্রিয়াল ট্রেইনিং সম্পন্ন হয়েছে। নরসিংদীতে অবস্থিত ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (টিআইসিআই) তে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ও ইন্সট্রুমেন্টেশনে ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজির উপর তিন সপ্তাহের প্রশিক্ষণ সেশন সম্পন্ন করেছে শিক্ষার্থীরা।

প্রশিক্ষণ শেষে ১৭ নভেম্বর শিক্ষার্থীদের মধ‍্যে সনদ বিতরণ করা হয়। ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ এর ইলেকট্রিক‍্যাল ডিপার্টমেন্টের প্রধান এ কে এম আরিফ হোসাইনের সভাপতিত্বে সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ এর নির্বাহী পরিচালক  ড. মহিউদ্দিন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির ইইই বিভাগের সহকারী অধ‍্যাপক মো. নিয়াজ মোর্শেদুল হক।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী লিডিং ইউনিভার্সিটির পারফরম্যান্সে সন্তুষ্ট প্রকাশ করেন ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ এর কর্মকর্তাবৃন্দ। শিক্ষার্থীদের জন‍্য প্রতিবছর প্রশিক্ষণের সুযোগ প্রদানের জন‍্য লিডিং ইউনিভার্সিটির পক্ষ থেকে টিআইসিআই কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের সহকারী অধ‍্যাপক মো. নিয়াজ মোর্শেদুল হক। এসময় তিনি উভয় প্রতিষ্ঠানের মধ‍্যে পারস্পরিক সহযোগিতার বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন।