কুলাউড়ায় নিশ্চিন্ত স্টুডেন্ট কনসালটেন্সি'র আনুষ্ঠানিক উদ্বোধন 

সরকার শিক্ষা ক্ষেত্রে সব ধরনের সহযোগিতা অব্যাহত রেখেছে: নাদেল

সরকার শিক্ষা ক্ষেত্রে সব ধরনের সহযোগিতা অব্যাহত রেখেছে: নাদেল

মৌলভীবাজারের কুলাউড়ার বরমচাল ফুলেরতল বাজারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো নিশ্চিন্ত স্টুডেন্ট কনসালটেন্সি নামক শিক্ষা -সেবামূলক প্রতিষ্ঠান।

শুক্রবার প্রতিষ্ঠানের ভাইস-চেয়ারম্যান শামীম আহমদ'র সভাপতিত্বে এবং ব্যবস্থাপনা পরিচালক প্রভাষক মোঃ আলী চৌধুরী তরিক'র পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক,ক্রিকেট বোর্ড'র পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল।

এসময় নাদেল বলেন, শেখ হাসিনার সরকার শিক্ষা ক্ষেত্রে সব ধরনের সহযোগিতা অব্যাহত রেখেছে। দেশের শিক্ষার মান বাড়াতে সরকার সবসময় আন্তরিক হয়ে কাজ করছে।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, ব্রাহ্মণবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক মমদুদ হোসেন, বরমচাল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইছহাক চৌধুরী ইমরান।

আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত অডিটর খায়রুল আমিন, শ্রীপুর জালালিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার প্রভাষক তাহিরুল হক, সিঙ্গুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নজরুল ইসলাম, প্রতিষ্ঠানের ডি.এম.ডি প্রভাষক আফজাল রসিদ খাঁন শিবলু, ভুকশিমইল উচ্চ বিদ্যালয় ও কলেজ'র প্রভাষক ফয়েজ আহমদ শিপু, বরমচাল ইউনিয়ন বিএনপির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোঃ কামাল হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রুপালী লাইফ ইন্সুইরেন্স কোম্পানি লিমিটেড কুলাউড়া সার্ভিস সেল'র ইনচার্জ শাহীন আহমদ, ভাটেরা গার্লস স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাওসার আহমদ মুন্না, বরমচাল ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি জালাল উদ্দীন নেপুর, কৃষি ও সমবায় সম্পাদক মোঃ মিলন খাঁন, ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুস শুকুর,কুলাউড়া উপজেলা যুবলীগের উপপ্রচার সম্পাদক সিপন খান,কুলাউড়া উপজেলা ছাত্রলীগের সহসভাপতি খায়রুল আলম মিঠু,সিলেট মহানগর ছাত্রলীগ নেতা মোঃ আব্দুস শুকুর,কালামিয়া বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ রাজীব উদ্দিন, ইউপি তাঁতীলীগের সদস্য সচিব জসিম উদ্দিন, ফুলেরতল বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার খাঁন, তাহির মিয়া, রুমন আহমদ, আনিসুজ্জামান, বেলাল আহমদ, কল্লোল, রায়িদ প্রমুখ।

সভা শেষাংশে দোয়া পরিচালনা করেন মাও. জাহাঙ্গীর হোসেন সেজু। সভার শেষে অতিথিবৃন্দ ফিতা কেটে প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।