২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

আবারও বিশ্বকাপের আয়োজক দেশ হতে যাচ্ছে বাংলাদেশ। ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ ভারতের সঙ্গে যৌথভাবে আয়োজক হিসেবে থাকছে বাংলাদেশ। ২০১১ বিশ্বকাপে যৌথ আয়োজক ছিল বাংলাদেশ। ভারত এবং শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে বিশ্বকাপের আয়োজন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এরপর ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করেছিল এককভাবে।

এরপর এশিয়া কাপের আয়োজকও হয়েছিল বাংলাদেশ। আবারও আয়োজক হতে চায় বাংলাদেশ। এছাড়া কিছুদিন আগে শোনা যাচ্ছিল, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আইসিসির চাহিদা পূরণ করতে না পারায় এককভাবে কোনো বিশ্বকাপ আয়োজন করতে পারবে না বাংলাদেশ। ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করতে হলে অন্তত ১০টি ভেন্যু থাকতে হয়। আর টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে হলে থাকতে হবে অন্তত আটটি ভেন্যু। আইসিসির চাহিদা পূরণ করার সামর্থ্য না থাকায় এককভাবে ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করা সম্ভব হচ্ছে না বাংলাদেশের।

আর সে জন্যেই যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করছে বাংলাদেশ।