কলকলিয়ায় কেমব্রিজ লার্নিং একাডেমির উদ্বোধন
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নে আন্তর্জাতিক ইংরেজি ভাষা পরীক্ষা পদ্ধতি ‘আইইএলটিএস’-এর কোচিং সেন্টার কেমব্রিজ লার্নিং একাডেমির দ্বিতীয় শাখার উদ্বোধন হয়েছে।
বুধবার (২০ সেপ্টেম্বর) বিকেল দুইটার দিকে কলকলিয়া বাজারে ডায়মন্ড কমিউনিটি সেন্টারের তৃতীয় তলায় কোচিং সেন্টারটির উদ্বোধন হয়।
অনুষ্ঠানের শুরুতেই জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম ফিতা কেটে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন।
প্রতিষ্ঠানটির চেয়ারম্যান লাল মিয়ার সভাপতিত্বে ও নির্বাহী পরিচালক লায়েক আহমদের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১ নং কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিক মিয়া, প্যানেল চেয়ারম্যান আব্দুল হাসিম, কেমব্রিজ লার্নিং একাডেমির সিইও জহিরুল ইসলাম সুজন প্রমূখ।