সৌদি আরবে ২৮ জুন ঈদুল আজহা উদযাপিত হতে পারে
জ্যোতির্বিদদের গণনা অনুসারে, সৌদি আরবে ২৮ জুন ঈদুল আজহা উদযাপিত হতে পারে। আরাফাত দিবস অর্থাৎ পবিত্র হজ পালিত হবে ২৭ জুন।
ঈদুল আজহা বা ত্যাগের উৎসব বিশ্বব্যাপী পালিত একটি প্রধান ইসলামি উৎসব। ঈদুল আযহার সময় বিশ্বব্যাপী মুসলমানরা প্রার্থনার জন্য জড়ো হয়, দাতব্য কাজে নিয়োজিত হয় এবং একটি পশু, সাধারণত একটি ভেড়া কোরবানি দেয়।
আরাফাতের দিন হজ পালনকারী মুসলিমরা মক্কার বাইরে অবস্থিত আরাফাতের সমভূমিতে জড়ো হন।
যদিও পবিত্র দিনটি ইসলামিক ক্যালেন্ডারের ১২তম এবং শেষ মাস জিলহজ্জের ১০তম দিনে পড়ে, সঠিক তারিখটি বছর বছর পরিবর্তিত হয় এবং নতুন চাঁদ দেখার দ্বারা নির্ধারিত হয়।
এবার পবিত্র হজ ২৬ জুন শুরু হবে বলে আশা করা হচ্ছে, যা জিলহজের ৮তম থেকে ১২তম দিন পর্যন্ত অনুষ্ঠিত হয়। ঈদুল আজহা মাসের ১০তম দিনে পড়ে।
সৌদি আরবের চাঁদ দেখা কমিটির পক্ষ থেকে হজ ও ঈদ-উল-আজহার আগের দিনগুলোতে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত তারিখ পরিবর্তন হতে পারে। সূত্র আল আরাবিয়া।