জঙ্গি দমনে মার্কিন প্রতিবেদনে প্রধানমন্ত্রীর প্রশংসা

জঙ্গি দমনে মার্কিন প্রতিবেদনে প্রধানমন্ত্রীর প্রশংসা

বাংলাদেশ সরকার কঠোরভাবে জঙ্গি দমন অব্যাহত রাখায় ২০২২ সালে এ দেশে এ ধরনের অল্প কয়েকটি ঘটনা ঘটেছে। বিশেষ করে, আল কায়দাসংশ্লিষ্ট বিভিন্ন গোষ্ঠী যেমন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এবং ইসলামিক স্টেটসংশ্লিষ্ট (আইএস) নব্য জেএসবির বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে।

সন্ত্রাসবাদ নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বার্ষিক প্রতিবেদন ‘কান্ট্রি রিপোর্টস অন টেররিজম–২০২২’–এর বাংলাদেশ অংশে এসব কথা বলা হয়েছে। গতকাল শুক্রবার এই প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর প্রশাসন জঙ্গি দমনে জিরো টলারেন্স নীতিতে জোর দিয়ে থাকেন। তবে বাংলাদেশ বরাবরই আল–কায়েদা ও আইএসের মতো বৈশ্বিক জঙ্গিগোষ্ঠীর উপস্থিতি অস্বীকার করে আসছে।

বাংলাদেশ সরকারের দেওয়া তথ্যের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালের অক্টোবরে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) জঙ্গিগোষ্ঠী জেএএইচএস দমনে অভিযান পরিচালনার ঘোষণা দেয়। দেশের যে কোনো স্থানে হামলা চালানোর লক্ষ্যে আল কায়দায় অনুপ্রাণিত সংগঠনটি চট্টগ্রামের পার্বত্যাঞ্চলে প্রশিক্ষণ নিচ্ছিল। জেএএইচএস নৃত্বাত্ত্বিক বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টকে সহযোগিতা দিচ্ছিল। বছরের বাকি সময়জুড়ে বাংলাদেশের কর্তৃপক্ষ কয়েক ডজন জেএএইচএস সদস্যকে গ্রেপ্তার করেছে।

এছাড়া প্রতিবেদনে ২০২২ সালে বাংলাদেশে জঙ্গিগোষ্ঠীসংশ্লিষ্ট ঘটনা নিয়ে জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার বিরুদ্ধে অভিযান ছাড়া ঢাকার আদালত প্রাঙ্গণ থেকে দুই জঙ্গিকে ছিনতাইয়ের ঘটনা উল্লেখ করেছে। এতে বলা হয়, আল-কায়েদা অনুপ্রাণিত গোষ্ঠী জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া বাংলাদেশের বিভিন্ন জায়গায় হামলা চালানোর প্রশিক্ষণ নিতে পার্বত্য চট্টগ্রামে অবস্থান করছিল।