সিলেটে লুটের মাল স্বেচ্ছায় ফেরত

সিলেটে লুটের মাল স্বেচ্ছায় ফেরত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর গতকাল সোমবার বিকেল থেকে রাত পর্যন্ত বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কার্যনির্বাহী সদস্য ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিমের ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট হয়েছে। সিলেটে সবচেয়ে বড় কয়েকটি কাপড় ও প্রসাধনসামগ্রীর দোকানের মধ্যে এটি একটি। নগরের নয়াসড়ক এলাকায় প্রতিষ্ঠানটি অবস্থিত।

লুটপাটের ঘটনার পর আজ মঙ্গলবার কাজীটুলা এলাকাবাসী তাঁদের বিভিন্ন মসজিদের মাইকে লুটপাটের মালামাল ফেরত দেওয়ার অনুরোধ জানিয়ে মাইকিং করেন। এ আহ্বানে সাড়া দিয়ে আশপাশের এলাকার অনেক মানুষ কাজীটুলা জামে মসজিদে লুট করা মালামাল স্বেচ্ছায় দিয়ে যান।

এলাকার বাসিন্দারা জানান, যাঁরা বুঝে কিংবা না বুঝে মালামাল নিয়েছেন, তাঁদের সেসব ফেরত দিতে অনুরোধ জানানো হয়েছে। সংগত কারণেই কারও নাম প্রকাশ করা হবে না। বিকেল চারটা থেকে মালামাল ফেরত নেওয়া শুরু হয়। সাড়ে পাঁচটা পর্যন্ত অর্ধশতাধিক মানুষ অসংখ্য শাড়ি, থ্রি-পিস, প্রসাধনসামগ্রী ফেরত দেন।

কাজীটোলা ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক মখলিসুর রহমান বলেন, ‘একটা স্বনামধন্য ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর করে মালামাল লুট করে নেওয়ার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমরা স্থানীয় ব্যক্তিদের লুটের মাল ফেরতের অনুরোধ জানিয়েছি। অনেকে দিয়েছেন, অনেকে দেবেন। পরে যাবতীয় মালামাল আমরা মাহার স্বত্বাধিকারী হাতে তুলে দেব। এটা আমাদের নৈতিক দায়িত্ব বলে মনে করছি।’ সূত্র: প্রথম আলো