সুনামগঞ্জের জগন্নাথপুর

ড্রেন অপসারণের প্রস্তুতিকে কেন্দ্র করে দু’পক্ষের উত্তেজনা

ড্রেন অপসারণের প্রস্তুতিকে কেন্দ্র করে দু’পক্ষের উত্তেজনা

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর (আশিঘর-ছালেপুর) গ্রামে সরকারি ড্রেন জোরপূর্বক অপসারণের প্রস্তুতিকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। এতে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছেন এলাকাবাসী।

এলাকাবাসী ও অভিযোগ সূত্রে জানা গেছে, হবিবপুর (আশিঘর-ছালেপুর) গ্রামের মৃত আর্শ্বাদ মিয়ার বাড়ীর পাশ্ববর্তী আশিঘর-দূর্লভপুর রাস্তায় জগন্নাথপুর পৌরসভা কর্তৃক সরকারি ভাবে পানি নিস্কাশনের ড্রেন নির্মান করা হয়। উক্ত ড্রেন ও রাস্তা বন্ধ করার জন্য একই গ্রামের মৃত আব্দুস ছেমেদ এর ছেলে আবু বক্কর দীর্ঘদিন ধরে পাঁয়তারা করে আসছেন। উক্ত পানি নিষ্কাশনের ড্রেন অপসারণ করে মৃত আর্শ্বাদ মিয়ার পরিবারকে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করার প্রস্তুতি নিলে উভয় পক্ষের মধ্যে বিরোধ প্রকাশ্যে রূপ নেয়। এ নিয়ে মঙ্গলবার দিনভর উভয় পক্ষের লোকজনের মধ্যে ঠান ঠান উত্তেজনা বিরাজ করে।

এ নিয়ে যে কোন সময় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে আশংকা করছেন এলাকাবাসী।

এদিকে আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে মৃত আর্শ্বাদ মিয়ার স্ত্রী আমিনা বেগম প্রতিপক্ষ আবু বক্করকে অভিযুক্ত করে জগন্নাথপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

তবে এ ব্যাপারে জগন্নাথপুর থানা পুলিশ ও অভিযুক্ত পক্ষো কারো কোন মন্তব্য পাওয়া যায়নি। তবে একটি সুত্র জানিয়েছে- অভিযোগটি থানার একজন অফিসারের নামে হাওলা করা হয়েছে।