সিলেটে নিখোঁজ দুই শিশু : দিশেহারা পরিবার
হুজায়ফা আল হুমায়দি (১২) মাদরাসা পড়ুয়া শিক্ষার্থী। টিফিনের সময় ‘অজানা” কারণে মাদরাসা থেকে বের হয়ে আর ফিরেনি সে। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধ্যান মিলছে না। হুমায়দির নিখোঁজের ঘটনায় দিশেহারা তার পরিবার। গত ৬ নভেম্বর (বুধবার) থেকে নিখোঁজ রয়েছে এই শিক্ষার্থী।
সিলেটের বালাগঞ্জ উপজেলার হযরত শাহ সুলতান রহ. মাদরাসার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী হুমায়দি। সে একই উপজেলার গহরপুরের আলাপুর গ্রামের হাফেজ মাওলানা আব্দুল কাইয়ুমের ছেলে।
নিখোঁজ শিক্ষার্থীর চাচা লোকমান আহমদ বলেন, ‘অনেক খোঁজাখুঁজি করেছি কিন্তু ভাতিজাকে পাচ্ছিনা। পরিবার-পরিজন সবাই এই ঘটনায় উদ্বিগ্ন ও নানা শঙ্কার মধ্যে রয়েছি। থানা সাধারণ ডায়েরী করা প্রস্তুতি নিচ্ছি। যদি কোন হৃদয়বান ব্যক্তি সন্ধ্যান পেয়েছেন থাকে তাহলে (০১৭২৭৫০০৭৯৭) এই নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানাচ্ছি।’
এদিকে কানাইঘাট উপজেলার বীরদল এলাকার মুনতাহা আক্তার জেরিন (৫) নামের এক শিশু মেয়ে নিখোঁজ রয়েছে গত ৩ নভম্বের (বুধবার) বিকেল তিনটা থেকে। মুনতাহা বীরদল গ্রামের শামীম আহমদের মেয়ে।
পরিবার দাবি করছে, তাকে পরিকল্পিতভাবে ‘অপহরণ” করা হয়েছে। এ ঘটনায় কানাইঘাট থানায় একটি সাধারণ ডায়েরী দায়ের করা হয়েছে। এদিকে ‘অপহরণকারীকে’ ধরিয়ে দিতে এক লাখ টাকা পুরুস্কার ঘোষণা করেছে পরিবার।
মুনতাহার চাচাতো ভাই মাহবুব মোরশেদ বলেন, ‘গত ৩ নভেম্বর (রোববার) বিকেল তিনটার সময় বাড়ির সামন থেকে মুনতাহাকে অপহরণ করা হয়েছে। আমরা পুলিশকে বিষয়টি অবহিত করার পর তারা বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।’
এ ব্যাপারে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আওয়াল বলেন, ‘আমরা এ ঘটনা শুনার পর থেকে ঐ শিশুর সন্ধ্যান পেতে কাজ করছি।’