অপহরণ হওয়া ব্যবসায়ী সামিউজ্জামানের সন্ধান চেয়ে এলাকাবাসীর মানববন্ধন

অপহরণ হওয়া ব্যবসায়ী সামিউজ্জামানের সন্ধান চেয়ে এলাকাবাসীর মানববন্ধন
অপহরণ হওয়া ব্যবসায়ী সামিউজ্জামান। ছবি, সংগৃহিত।

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ৮ নং খাগাউড়া ইউনিয়নের ঘুনই এলাকার বাসিন্দা ব্যবসায়ী সামিউজ্জামানের সন্ধান চেয়ে মানববন্ধন করেছে এলাকাবাসী। সামিউজ্জামান গুনই এলাকার আব্দুল হাইয়ের ছেলে।

শুক্রবার (৫ জুন) বিকেল চারটার দিকে স্থানীয় সংসদ সদস্য আব্দুল মজিদ খানের বাসভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এর আগে সামিউজ্জামানকে ২৭ মে (বুধবার) বিকেল চারটার দিকে উপজেলার উজিরপুর গ্রাম থেকে একদল মুখোশধারী লোক অপহরণ করে। পরদিন সকালে পরিবারের পক্ষ থেকে বানিয়াচং থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করা হয়।

মানববন্ধনে পরিবার, এলাকাবাসী ও বিভিন্ন সামাজিক ও ব্যবসায়ী সংগঠনের মানুষজন বক্তব্য রাখেন।

বক্তব্যে তারা বলেন, সামিউজ্জামান তোহেলকে অপহরনের ৮ দিন পেরিয়ে গেলেও এখনও তার সন্ধান মিলেনি। সন্ত্রাসী নাসির উদ্দিন খানের বেপরোয়া গ্রুপের ষড়যন্ত্রে শিকার  সামিউজ্জামান তোহেল। তোহেলের সন্ধান না পেলে কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান বক্তারা।

সামিউজ্জামানের মা সুকেরা বেগম বলেন, সেদিন আমার ছেলে নিয়ে আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম। এসময় পথিমধ্যে একদল লোক ছেলেকে অপহরণ করে। তারা আমার সঙ্গে থাকা টাকা ও মোবাইল ফোন নিয়ে যায়। আমি আমার ছেলেকে ফেরত চাই।