কাশ্মীর গ্রুপের অতর্কিত হামলায় আহত আইনজীবী
ইদানিং কাশ্মীর গ্রুপের অপরাধমূলক কর্মকাণ্ড বেড়েই চলেছে। সিলেটের শামীমাবাদে একজন শিক্ষানবিশ আইনজীবীকে অতর্কিত হামলা চালিয়েছে কাশ্মীর গ্রুপ । আহত ব্যক্তি হলেন জামিল আব্দুল্লাহ ওহী, তিনি একজন শিক্ষানবিশ আইনজীবী। একটি মামলার সূত্র ধরে তারা এই আইনজীবীর উপর ক্ষিপ্ত হয়ে তাকে জীবন নাস করার জন্য তার উপর অতর্কিত হামলা চালিয়েছে বলে জানা গেছে।
গতকাল ২৩ ফ্রেব্রুয়ারি রবিবার আনুমানিক বিকাল ৪:৩০ মিনিটে দুটি বাইক নিয়ে ছয়জন এসে তাকে নির্মমভাবে পিটিয়ে রক্তাক্ত অবস্থায় রিকাবীবাজার রোডে ফেলে রেখে যায়।
আহত অবস্থায় পথচারীরা নিকস্থ আধুনিক হাসপাতালে তাকে চিকিৎসার জন্য নিয়ে যায়।
এর আগেও ভিকটিমের বাড়িতে হামলা হামলা চালিয়েছিল এবং সে সময় তারা তাকে বাড়িতে খুঁজে পায়নি বলে তারা তার পরিবারকে জানে মারার হুমকি দিয়ে চলে যায়।
এই হামলায় নগরীর বৃহত্তর রাজনৈতিক দল কাশ্মীর গ্ৰুপের সদস্য অরুন দেবনাথ সাগর, রাজেশ সরকার, সহ দলীয় সদস্য পিযুষ কান্তি দে এর নেতৃত্বে উনার উপর হামলা হয় বলে জানা গেছে।