জিন্দাবাজারে বিএনপির মিছিল থেকে সড়কে আগুন, পুলিশের ফাঁকা গুলি

জিন্দাবাজারে বিএনপির মিছিল থেকে সড়কে আগুন, পুলিশের ফাঁকা গুলি

সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার ঠিক পূর্ব মূহূর্তে সিলেট নগরের জিন্দাবাজার এলাকায় মশাল মিছিল বের করে বিএনপি সর্মথকরা। এসময় পুলিশ তাদের ধাওয়া করলে উত্তেজনা দেখা দেয়।

এসময় বিএনপি কর্মীরা সড়কে আগুন জ্বালিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে। পরে তিনজনকে আটক করে পুলিশ।

বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে এমন ঘটনা ঘটে। এসময় আতংকে দোকানপাট বন্ধ করে দেন ব্যবসায়ীরা।

এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সন্ধ্যা সাতটায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

ঘোষিত তফসিল অনুযায়ী ৭ই জানুয়ারি রোববার ভোট গ্রহণ করা হবে। ৩০ শে নভেম্বর মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন। ১ থেকে ৪ঠা ডিসেম্বর মনোনয়ন বাছাই। ১৭ই ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। প্রতীক বরাদ্দ করা হবে ১৮ই ডিসেম্বর। নির্বাচনী প্রচারণা চালানো যাবে ৫ই জানুয়ারি পর্যন্ত।