সুনামগঞ্জের জগন্নাথপুর

সম্মেলনের ১ বছর পরও আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি হয়নি

সম্মেলনের ১ বছর পরও আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি হয়নি

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের এক বছর পরও পূর্ণাঙ্গ কমিটি গঠন হয়নি।

সম্মেলনে দিন ঘোষিত চার সদস্যবিশিষ্ট কমিটির সভাপতির মৃত্যুতে এ কমিটির কার্যক্রম নিয়ে জটিলতা দেখা দিয়েছে। তিন সদস্যবিশিষ্ট কমিটির পদ পদবি মধ্যেও রয়েছেন মতবিরোধ।

উপজেলা আওয়ামী লীগ সূত্র জানা গেছে, গত বছরের ১৬ নবেম্বর জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন হয়। সম্মেলন কেন্দ্রীয় ও জেলার নেতারা উপস্থিত ছিলেন। সম্মেলন শেষে উপজেলা আওয়ামী লীগ সভাপতি হিসেবে আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সহসভাপতি মিজানুর রশীদ ভূঁইয়া ও যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাসানের নাম সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের তৎকালীন সভাপতি মতিউর রহমান ও সাধারণ সম্পাদক এনামুল কবিরের স্বাক্ষরে গনমাধ্যমে পাঠানো হয়। এর পর থেকে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে দৌড়ঝাঁপ করলেও পূর্ণাঙ্গ কমিটি হয়নি।

গত বছরের ২৬ ডিসেম্বর জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেনের মৃত্যু হলে কমিটি কার্যক্রম নিয়ে জটিলতা দেখা দেয়। কমিটির সহসভাপতি মিজানুর রশীদ ভূঁইয়া নিজেকে ভারপ্রাপ্ত সভাপতি দাবি করেন। দলের অন্য নেতা কর্মীরা বিষয়টি মানতে নারাজ।

এ পরিস্থিতিতে গত ১১ ফেব্রুয়ারি জেলা আওয়ামী লীগের সম্মেলন হয়। সম্মেলনে নতুন করে নুরুল হুদা মুকুট সভাপতি ও নোমান বখত সাধারণ সম্পাদক নির্বাচন হন।

গত ৯ সেপ্টেম্বর জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের পরও জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের কমিটি অনুমোদন দেওয়া হয়নি। গত ২৬ অক্টোবর জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের উন্নয়ন ও শান্তি সমাবেশে সভাপতি হিসেবে দায়িত্ব না দেওয়ায় অবমূল্যায়নের অভিযোগ এনে কমিটির সহসভাপতি মিজানুর রশীদ ভূঁইয়া সভাস্থ ত্যাগ করেন। এর পর থেকে সহসভাপতি মিজানুর রশীদ ভূঁইয়া আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আজিজুস সামাদ অনুসারী নেতা কর্মীদের নিয়ে আলাদা কর্মসূত্রি পালন করছেন। পরিকল্পনামন্ত্রীর অনুসারী হিসেবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিমের নেতৃত্বে পৃথক কার্যক্রম চলছে।

এ ব্যাপারে জানতে চাইলে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সবকিছু যাচাইয়ের বাছাই করে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হবে।