বালাগঞ্জে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

বালাগঞ্জে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

iবালাগঞ্জে বার্ষিক উন্নয়ন তহবিল-এর আওতায় প্রথমবারের মতো প্রাথমিক শিক্ষার মানোন্নয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২০ মার্চ (বুধবার) উপজেলা পরিষদ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তাকুর রহমান মফুর।

সকাল ১১টায় উপজেলা হলরুমে অনুষ্ঠিত সমাবেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক’র সভাপতিত্বে ও বালাগঞ্জ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সঞ্জয় দাস’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রকিব ভূঁইয়া, কায়েস্থঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতাউর রহমান, দেওয়ারবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আলম, ১১৬ মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লেবু মিয়া, বির্তনীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অর্পিতা দাস, বালাগঞ্জ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাল মোহন দাস নান্টু, উজিয়ালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নজরুল ইসলাম, সাপ্তাহিক বালাগঞ্জ বার্তা’র সম্পাদক শাহাব উদ্দিন শাহীন, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আ.হ ইমন শাহ্, অভিভাবক নয়ন তালুকদার, সুমা রানী দাস, জসিম উদ্দিন প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখের, নশিওরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রমথেশ দত্ত ও বির্তনীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অনন্ত চন্দ্র দাস প্রমুখ।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডিএম সাদিক আল সাফিন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার দাস, জনস্বাস্থ্য প্রকৌশলী কামরুল ইসলাম, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সঞ্জয় চক্রবর্তী প্রমুখ।

শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, মৈশাষী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল ওয়াহিদ, গীতা পাঠ করেন, মনোহর পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, কেতকী রঞ্জন চক্রবর্তী।

সমাবেশে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।