মাউন্ট এডোরা হসপিটাল ও জালালাবাদ গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশনের কর্পোরেট চুক্তি

মাউন্ট এডোরা হসপিটাল ও জালালাবাদ গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশনের কর্পোরেট চুক্তি

মাউন্ট এডোরা হসপিটাল সিলেট ও জালালাবাদ গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডেড এর মধ্যকার কর্পোরেট চুক্তি সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার এ স্বাস্থ্য সেবা প্রদান সম্পর্কিত একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।

অনুষ্ঠানে জালালাবাদ গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের কর্মকর্তা, কর্মচারীদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে বিশেষ সুযোগ সুবিধা প্রদান করবেন বলে জানান মাউন্ট এডোরা হসপিটাল সিলেটের পরিচালক অধ্যাপক ডাঃ কে এম আখতারুজ্জামান। 

তিনি তার বক্তব্যে বলেন, শারীরিক, মানসিক এবং সামাজিক স্বাস্থ্যের সুস্থ্যতার পাশাপাশি আধ্যাত্মিক স্বাস্থ্যের সুস্থ্যতাও সমান ভাবে গুরুত্বপুর্ণ। 

উক্ত চুক্তি সাক্ষরিত অনুষ্ঠানে হসপিটালের পক্ষে আরও উপস্থিত ছিলেন উপ-পরিচালক( মেডিকেল সার্ভিসেস) ডাঃ তানভীরুজ্জামান, সহকারী পরিচালক (মেডিকেল সার্ভিসেস) ডাঃ আব্দুল্লাহ আল মামুন, চীফ একাউন্টেন্ট মোঃ কামরুল ইসলাম; ব্যবস্থাপক (মানব সম্পদ ও প্রশাসন) এবিএম জর্জেসুর রহমান ও ব্যবস্থাপক (ব্যবসায় উন্নয়ন বিভাগ) মোঃ শাফিকুল ইসলাম সহ ব্যবসায় উন্নয়ন বিভাগের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

জালালাবাদ গ্যাস ট্রান্সমিসন ও ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক মোঃ আতিকুর রহমান, কোম্পানী সচিব জিতেন্দ্র কুমার দাস সহ সকল বিভাগের মহাব্যবস্থাপকবৃন্দ। 

উক্ত অনুষ্ঠানে স্ট্রেস ম্যানেজমেন্টের উপর মাউন্ট এডোরা হসপিটালের উপ-পরিচালক ডাঃ তানভীরুজ্জামান একটি প্রেজেন্টেশন উপস্থাপন করে বলেন, কর্মক্ষেত্র এবং ব্যক্তিগত জীবনের চাপ ও দুশ্চিন্তা থেকে কিভাবে মানসিক ভাবে সুস্থ্য থাকা যায় তা খুবই গুরুত্বপূর্ণ। 

পরিশেষে জালালাবাদ গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আতিকুর রহমানের সমাপনি বক্তব্যের মধ্য দিয়ে চুক্তি স্বাক্ষরিত অনুষ্ঠান শেষ হয়।