শ্রীমঙ্গলে বোরোর বাম্পার ফলনে ‘অভাব ঘুচাবে’ কৃষকের

শ্রীমঙ্গলে বোরোর বাম্পার ফলনে ‘অভাব ঘুচাবে’ কৃষকের
অনুকূল আবহাওয়ায় এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে শ্রীমঙ্গলে

সোলেমান আহমেদ মানিক, শ্রীমঙ্গল: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চলতি মৌসুমে ৯ হাজার ৬৫২ হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে। আর ফলনও ভালো হয়েছে। তাই উপজেলার ধান ক্ষেতে যেন দিগন্ত ছুঁয়েছে  ঘ্রাণ। চলছে এখন ধান কাটার মহোৎসব। শেষ মুহূর্তে মাঠে মাঠে পাকা ধানের গন্ধে বিভোর হয়ে ধানটুনি আর পাখিদের সঙ্গে লুকোচুরিতে ব্যস্ত সময় পার করছেন কৃষক-কৃষাণী।

সংশ্লিষ্টরা বলছেন, এই ধানেই আবার কৃষকের চোখে মুখে অভাব ঘুচানোর স্বপ্ন রয়েছে। এবার ফলন ভালো হবার কারণে কৃষকের কষ্ট অনেকটা কমবে।

উপজেলার বেশ কিছু এলাকা সরজমিনে দেখা গেছে, বৈশাখের মাঝামাঝিতে ফসল কাটাও প্রায় শেষ। দলবেঁধে মাঠে ফসল কাটার পর শ্রমিকরা আঁটি বেঁধে মাথায় করে গৃহস্থের বাড়িতে নিয়ে যাচ্ছে।ক্ষেতের পাশে কিংবা বাড়ির উঠোনে পূর্ণোদ্যমে হাতেই চলছে মাড়াইয়ের কাজ।অনেক কৃষক ধান মাড়াইয়ে মেশিনের সাহায্যও নিচ্ছেন। মাড়াইয়ের পর রোদে শুকানোর কাজে কৃষাণীকে সহায়তা করছেন কৃষক।

এরইমধ্যে উপজেলা প্রশাসনের আহবানে বিভিন্ন সংগঠনের দায়িত্বশীলরা প্রখর রোদ উপেক্ষা করে কৃষকদের ধান কেটে দিচ্ছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফার ইয়াসমিন মোনালিসা গণমাধ্যমকে জানিয়েছেন, ‘এ বছর শ্রীমঙ্গলে ৯ হাজার ৬৫২ হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে। এর মধ্যে হাওর অঞ্চলের নিচু জায়গায় ৩ হাজার ৭ শত ২৭ হেক্টর জমি রয়েছে। আমরা কৃষকদের কাছে অনুরোধ করছি, দ্রুত ধান কেটে ঘরে তুলতে।’