সিলেটে সর্বনিম্ন ফিৎরা ৭০ ও সর্বোচ্চ ৩৩৩৩ টাকা

সিলেটে সর্বনিম্ন ফিৎরা ৭০ ও সর্বোচ্চ ৩৩৩৩ টাকা
সিলেটে সর্বনিম্ন ফিৎরা ৭০ ও সর্বোচ্চ ৩৩৩৩ টাকা

নিজস্ব প্রতিবেদক: প্রতিবারে ন্যায় এবারও সিলেট ও পার্শ্ববর্তী এলাকার জন্য যাকাত-ফিৎরার পরিমাণ নির্ধারণ করা হয়েছে।

সিলেটের আলেম, ব্যবসায়ী নেতৃবৃন্দের ও ইমাম-খতিবদের সঙ্গে আলোচনা করে আটা ১৬৫০ গ্রাম ও খেজুর, কিসমিস, পনির ৩৩০০ গ্রামের মধ্যম কোয়ালিটির মূল্য নির্ধারণের মাধ্যমে ফিৎরার পরিমাণ নির্ধারণ করা হয়।

সিলেট মহানগর ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সিলেট অঞ্চলে সর্বনিম্ন আটা দিয়ে ৭০ টাকা, খেজুর দিয়ে ৬০০ টাকা, কিচমিচ দিয়ে ৯৯০ টাকা ও  সর্বোচ্চ পনির দিয়ে ৩ হাজার ৩৩৩ টাকা ঘোষণা করা। পাশাপাশি শুক্রবার জুম্মার বয়ানে যাকাত ফিৎরা বিষয়ে আলোচনা করার জন্য নগরীর সকল ইমাম খতিবদের প্রতি আহবান জানান তিনি।