আওয়ামীলীগ সরকারের অধিনে বিএনপি কেন নির্বাচনে যাবে না: এমরান চৌধুরী

আওয়ামীলীগ সরকারের অধিনে বিএনপি কেন নির্বাচনে যাবে না: এমরান চৌধুরী
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, আওয়ামীলীগ স্বৈরাচারী কায়দায় জোর করে ক্ষমতা আকড়ে আছে। এখন সাজানো নির্বাচন কমিশনের মাধ্যমে দেশে পাতানো নির্বাচন করতে চায়। আওয়ামীলীগের অধিনে কোন নির্বাচনে বিএনপি যাবে না।
শুক্রবার সন্ধ্যায় চলমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে তৃণমূলকে শক্তিশালী করার লক্ষ্য বিয়ানীবাজার পৌরসভার ২ নং ওয়ার্ডে এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বিএনপি একটি সুশৃঙ্খল দল। দলের প্রতিটি নেতাকর্মীকে আগামী আন্দোলনে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে। কোন ভাবেই দলীয় শৃঙ্খলা ভঙ্গ করা যাবে না। যারা শৃঙ্খলা ভঙ্গ করবে দল তাদের বিষয়ে কঠোর সিদ্ধান্ত নেবে। ঐক্যবদ্ধ বিএনপি অতিতের যেকোন সময়ের চেয়ে এখন খুবই শক্তিশালী।
২নং ওয়ার্ড বিএনপির সভাপতি হুসু আহমদের সভাপতিত্বে ও বিএনপি নেতা রাহেল আহমেদের পরিচালনায়  সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ।
এসময় বক্তব্য রাখেন- সিলেট জেলা বিএনপি নেতা  এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, সাবেক ছাত্রদল নেতা আমিনুর রশীদ টিপু, পৌর বিএনপির সভাপতি মুশিকুর রহমান মুহি, সাধারন সম্পাদক নজরুল ইসলাম, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সরওয়ার হোসেন, পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান রুমেল, সাধারন সম্পাদক জসীম উদ্দিন,  সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান ফয়ছল, আশফাক আহমদ, মামুনুর রশীদ মামুন, এডভেকেট সাঈদ আহমদ, বোরহান আহমদ , কবীর আহমদ  এনাম আহমদ, নজমুল হোসেন, আজিজুল হোসেন আজিজ, সুমেল আহমদ চৌধুরী, মাশরুর রাসেল, আব্দুস সালাম, আবুল কাশেম প্রমুখ।