আমরা যুদ্ধ চাই না কিন্তু প্রয়োজনে প্রস্তুত আছি: পরিকল্পনামন্ত্রী

আমরা যুদ্ধ চাই না কিন্তু প্রয়োজনে প্রস্তুত আছি: পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, আমরা শান্তিপ্রিয় জাতি। কখনো যুদ্ধ-বিগ্রহ চাই না। কিন্তু আমাদেরকে যদি কেউ বার বার উস্কে দেয় কিংবা আমাদের জাতীয়তাবোধে আঘাত হানে তাহলে আমরা ছেড়ে কথা বলবো না।

তিনি বলেন, কারো চোখ রাঙানিতে বাংলাদেশ ভয় পায় না। যুদ্ধ করার মতো সব ধরণের সক্ষমতা আমাদের আছে। যুদ্ধ করলে বহু মানুষের প্রাণ যাবে। আমরা যুদ্ধ চাই না। যুদ্ধ বিগ্রহে সাধারণ মানুষের খুব কষ্ট হয়। রাষ্ট্রের ক্ষতি হয়। আমরা শান্তিপ্রিয় জাতি; রাষ্ট্রে ভিতর ও বাহিরে শান্তি চাই।

বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা, পূর্ব পাগলার দামোধরতপী, ইনামনগর ও নগর গ্রামের বিভিন্ন  পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

মিয়ানমারের সাম্প্রতিক কর্মকান্ড সম্পর্কে মন্ত্রী বলেন, তারা প্রতিনিয়ত যদি আমাদের খোঁচা দেয়, বাধ্য হয়েই আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সীমান্তে বিজিবি, সেনাবাহিনীসহ সকল নিরাপত্তা রক্ষা বাহিনী সার্বক্ষনিক কড়া পাহারা দিচ্ছে। এসব ছাড়াও আমাদের সবচেয়ে বড় শক্তি সাড়ে ষোলো কোটি জনগণ আমাদের সাথে আছে।