আমার বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্র হচ্ছে: সৈকত চন্দ রিমি

আমার বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্র হচ্ছে: সৈকত চন্দ রিমি
সৈকত চন্দ রিমি

নিজেকে অপপ্রচার ও ষড়যন্ত্রর শিকার বলে দাবি করেছেন সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি সৈকত চন্দ রিমি।

শুক্রবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, ১৪ জানুয়ারি জাতীয় দৈনিকসহ স্থানীয় বিভিন্ন অনলাইন সংবাদে প্রকাশ হয়েছে; তিন শিক্ষকের পদোন্নতি ও বদলি বাতিলের দাবি না মানায় শিক্ষকদের আটকে রেখে চাঁদা দাবি করেছি। যা সম্পুর্ন মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।

তিনি জানান, আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্র করছে। প্রকৃত সত্য জানতে অমল কৃষ্ণ চক্রবর্তী স্যারের সাথে যোগাযোগ করার জন্য সাংবাদিকদের কাছে অনুরোধ জানাচ্ছি।

প্রসঙ্গত- সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষকদের অবরুদ্ধ করে চাঁদা দাবি করার অভিযোগ ওঠেছে এ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। এ ছাড়া শিক্ষকদের অবরুদ্ধ করে প্রতিষ্ঠান ভাঙচুরের অভিযোগও উঠেছে।

এ ঘটনায় সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের নিরাপত্তা কর্মকর্তা মো. মাহবুবুল আলম বাদী হয়ে মামলা করেছেন। মামলায় সৈকত চন্দ রিমি ছাড়াও ছাত্রলীগ নেতা মো. তাওহীদ ইসলামকে আসামি করা হয়েছে।