উত্তপ্ত সিলেটের রাজপথ, মুখোমুখি আ. লীগ-বিএনপি

উত্তপ্ত সিলেটের রাজপথ, মুখোমুখি আ. লীগ-বিএনপি

সিলেটের রাজপথে সক্রিয় হয়ে ওঠছে রাজনৈতিক দলগুলো।এবার বড় দুটি রাজনৈতিক দল রাজপথে মুখোমুখি হচ্ছে।দল দুটি হচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও জাতীয়তাবাদী দল বিএনপি। পৃথক দুটি স্থানে তারা নিজেদের কর্মসূচী পালন করবে।যদিও বিএনপির পূর্ব নির্ধারিত স্থানে আওয়ামী লীগ কর্মসূচী পালনের ঘোষণা দিয়েছিল পরে স্থান পরিবর্তন করেন নেয় ক্ষমতাসীন দল।

একই দিনে দল দুটির কর্মসূচীকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক থাকবে আইনশৃঙ্খলাবাহিনী এমনটা জানিয়েছেন সংশ্লিষ্টরা।

জানা যায়, আগামী ৪ ফেব্রুয়ারি বিএনপির বিভাগীয় সমাবেশের দিন সিলেটে পাল্টা কর্মসূচি দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

ওইদিন বিকাল তিনটায় নগরের চৌহাট্টা এলাকার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শান্তি সমাবেশ করার ঘোষণা দিয়েছে জেলা ও মহানগর আওয়ামী লীগ।একই দিন সিলেট জেলা ও মহানগর বিএনপি দুপুর ২ টায় সিলেট নগরের রেজিস্ট্রারি মাঠে ১০ দফা দাবিতে সমাবেশ করবে।

বিএনপি জানিয়েছে, গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির ১০ দফা বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত জানুয়ারি মাসের শেষ সপ্তাহে সিলেটে বিভাগীয় সমাবেশ পালনের ঘোষণা দেওয়া হয়।পরে সমাবেশের স্থান নির্বাচন শেষে বিষয়টি মহানগর পুলিশ কমিশনারকে লিখিতভাবে দলটির পক্ষ থেকে অবহিতও করা হয়েছে।সমাবেশ সফল করতে নগর ও উপজেলাগুলোয় বিএনপির নেতা-কর্মীরা লিফলেট বিতরণ ও গণসংযোগ শুরু করেন।

এদিকে, বুধবার রাত ১১টার দিকে জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক মো.মজির উদ্দিন গণমাধ্যমে এক সংবাদ বিজ্ঞপ্তি পাঠান।

এতে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান এবং মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক মো. জাকির হোসেনের বরাত দিয়ে বলা হয়, বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে সিলেট নগরে ৪ ফেব্রুয়ারি রেজিস্ট্রারি মাঠে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে।

বিএনপির দলীয় কর্মসূচী একইদিন ওই স্থানে থাকায় রাতেই স্থান পরিবর্তন করে আওয়ামী লীগ।বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আওয়ামী লীগের পক্ষ থেকে পুনরায় আরেকটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হয়।

এতে বলা হয়, অন্য একটি রাজনৈতিক দলের পূর্বনির্ধারিত কর্মসূচি থাকায় সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের শান্তি সমাবেশটি রেজিস্ট্রারি মাঠের পরিবর্তে নগরের চৌহাট্টা এলাকার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হবে।

একই দিনে এক ঘণ্টার ব্যবধানে সিলেট নগরে আওয়ামী লীগ ও বিএনপি পাল্টাপাল্টি কর্মসূচি দিলেও দল দুটোর একাধিক নেতার দাবি, এসব কর্মসূচি পাল্টাপাল্টি নয়, সম্পূর্ণ কাকতালীয়। কেন্দ্র থেকে ঘোষিত হওয়ায় দল দুটো এসব কর্মসূচি পালন করছে।

তবে স্থানীয় রাজনীতি সচেতন ব্যক্তিদের ভাষ্য, মূলত বিএনপির বিভিন্ন কর্মসূচির বিপরীতে দলের নেতা-কর্মীদের চাঙা ও উজ্জীবিত রাখতে আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচি নিয়ে মাঠে নামছে। এরই অংশ হিসেবে সিলেটে দল দুটোর কর্মসূচি একই দিন পড়েছে।

এদিকে আওয়ামী লীগ ও বিএনপির একই দিনে কর্মসূচি ঘিরে পুলিশ সতর্ক থাকবে বলে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) সুদীপ দাস নিয়েছেন।