একবিংশ শতাব্দীতে আন্তর্জাতিক বৃদ্ধি দক্ষিণের দেশগুলো থেকেই হবে

একবিংশ শতাব্দীতে আন্তর্জাতিক বৃদ্ধি দক্ষিণের দেশগুলো থেকেই হবে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, আজ উন্নত দেশগুলোর বেশিরভাগই ক্রমশ পিছিয়ে পড়ছে। এটা স্পষ্ট যে একবিংশ শতাব্দীতে আন্তর্জাতিক বৃদ্ধি দক্ষিণের দেশগুলো থেকেই হবে।

ভয়েস অব গ্লোবাল সাউথ সামিট ২০২৩-এর উদ্বোধনী নেতৃত্ব অধিবেশনে এসব কথা বলেন নরেন্দ্র মোদি।

তিনি আরও বলেন, আমাদের প্রয়াস হবে গ্লোবাল সাউথের জন্য আমাদের কাজগুলোকে বাছাই করা, সেটা আমরা কতদূর একসঙ্গে কাজ করতে পারি এবং আন্তর্জাতিক বিষয়ে আমরা একসঙ্গে কিভাবে এগোতে পারি। ভয়েস অব দ্য গ্লোবাল সাউথের প্রয়োজন নিজস্ব দৃষ্টিভঙ্গি স্থির করা। সেইসঙ্গে, আমাদের ব্যবস্থার ওপর নির্ভরতার চক্রের থেকে বেরোনোর উপায় খুঁজতে হবে। যা আমাদের হাতে নেই সেই পরিস্থিতি থেকেও মুক্তি পেতে হবে। 

আগামী সেপ্টেম্বরে ভারতে জি-টোয়েন্টির শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তারই প্রস্তুতির অংশ হিসেবে এই ‘ভয়েস অব দ্য গ্লোবাল সাউথ সামিট’ বা ভিজিএসএসের আয়োজন করা হয়েছে। ভার্চুয়ালি এই সম্মেলনে বিশ্বনেতাদের মধ্যে যে আলোচনা হবে, তার সারমর্ম পেশ করা হবে সামনে জি-টোয়েন্টির সামিটে। 

এনএফ