এবার দেশের বাজারে সর্বোচ্চ দাম বাড়লো সোনার

এবার দেশের বাজারে সর্বোচ্চ দাম বাড়লো সোনার

বাংলাদেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে।

সবচেয়ে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে এক হাজার ৯৮৩ টাকা বাড়িয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ভালো মানের প্রতি ভরি স্বর্ণের দাম ৮৪ হাজার ৩৩১ টাকা হয়েছে।

আগামীকাল (রোববার) থেকে স্বর্ণের এই নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

শনিবার (৬ আগস্ট) রাতে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের চেয়ারম্যান এমএ আজাদ হান্নানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।