এমপি মোকাব্বিরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ গণফোরামের!

এমপি মোকাব্বিরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ গণফোরামের!
মোকাব্বির খান

গণফোরামের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও সিলেট জেলা গণফোরামের আহ্বায়ক এডভোকেট আনসার খান বলেছেন, ‘গত সংসদ নির্বাচনে বিশ্বনাথের মানুষ যাকে চিনে না বলে ব্যাঙ্গ করেছিল তাকে গণফোরাম সাধারণ মানুষের সাথে পরিচয় করিয়ে দেয়, গণফোরামের ব্যানারেই যার পরিচয় ঘটে সিলেট-২ আসনে। নির্বাচনে আশার পূর্বে যিনি ওয়াদা করেছিলেন জনগণের জান-মাল রক্ষায় কাজ করবেন। কিন্তু নির্বাচিত হওয়ার পর তিনি জনগণের সাথে প্রতারণা করেছেন।’

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বিশ্বনাথ উপজেলা গণফোরামের নতুন কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, গণফোরামের নেতৃত্বে দেশে আমূল পরিবর্তন আসবে। দেশ ও দেশের মানুষের সেবা করার জন্য গণফোরামের সৃষ্টি। নতুন দেশ গঠনে গণফোরাম এগিয়ে যাবে।

সভায় জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, ‘বিভিন্ন প্রোগ্রামে মোকাব্বির খান দুর্নীতির বিরুদ্ধে বক্তব্য দেন। কিন্তু সরকারের সব টাকা যায় এমপি ও তার পিএস এর পকেটে। এমপি ও তার পিএস দুর্নীতির সাথে জড়িত। তার পিএস কয়েছ ৭টা সিএনজি গাড়ীর মালিক বনে গেছে। এমনকি সিলেট-২ আসনের উন্নয়ন কাজ বন্ধ করার একমাত্র দোষী এই মোকাব্বির খান।’

বিশ্বনাথ গণফোরামের আহ্বায়ক তরিকুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মতিউর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, গণফোরামের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বকসি ইকবাল আহমদ, সিলেট মহানগরের আহ্বায়ক এডভোকেট এমদাদুল হক, সদস্য সচিব ইঞ্জিনিয়ার শিবু প্রসাদ দাশ, আশরাফ হোসেন, জেলা যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান, মৌলভীবাজার জেলা গণফোরামের যুগ্ম আহ্বায়ক নওসাদ আহমদ, নবীগঞ্জ উপজেলা সদস্য মুরাদ আহমদ, যুগ্ম আহ্বায়ক মাও. মোশাহিদ আলী, সদস্য সচিব সাইফুল ইসলাম, মৌলভীবাজার জেলা সদস্য মামুনুর রশিদ চৌধুরী, মেরাজ আলী, উপজেলা কর্মী মিজানুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- বিশ্বনাথ উপজেলা গণফোরামের সদস্য সচিব নজরুল ইসলাম।