চা শ্রমিকদের দাবি বিবেচনার অনুরোধ হানিফের

চা শ্রমিকদের দাবি বিবেচনার অনুরোধ হানিফের

মজুরি বাড়ানোর দাবিতে আন্দোলনরত চা শ্রমিকদের দাবি সহানুভূতির সঙ্গে বিবেচনা করার জন্য বাগান মালিকদের প্রতি অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

শুক্রবার (১৯ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ নিয়ে এক স্ট্যাটাসে হানিফ লেখেন, ‘চা বাগানের মালিকদের প্রতি অনুরোধ, শ্রমিকদের দাবি সহানুভূতির সঙ্গে বিবেচনা করুন।’

সম্প্রতি ঢাকা, সিলেট, হবিগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে চা শ্রমিকদের দৈনিক মজুরি বাড়ানোর দাবি ওঠে। এনিয়ে ধর্মঘট, মানববন্ধন, সমাবেশ হচ্ছে। কিন্তু বিষয়টির এখনো কোনো সুরাহা হয়নি। এছাড়া একজন শ্রমিকের দৈনিক মজুরি ১২০ টাকা বর্তমান বাজারে খুবই অমানবিক হিসেবে উল্লেখ করছে বিভিন্ন মহল। 

এরইমধ্যে চা-শ্রমিক, মালিক ও শ্রম অধিদপ্তরের মধ্যে অনুষ্ঠিত দুই দফার বৈঠকে মালিকপক্ষ শ্রমিকদের দৈনিক ১২০ টাকা থেকে বাড়িয়ে ১৪০ টাকার প্রস্তাব দিয়েছে। এ প্রস্তাবে শ্রমিকরা রাজি না হয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। শ্রমিকরা দৈনিক মজুরি ৩০০ টাকায় উন্নীত করা ছাড়া কোনো অবস্থাতেই কর্মসূচি স্থগিত করবে না বলে জানিয়েছে