কঠোর লকডাউনের প্রথম দিনে যেমন ছিল সিলেট

কঠোর লকডাউনের প্রথম দিনে যেমন ছিল সিলেট
নেই গাড়ির প্যাঁ-পোঁ হর্ন আর জ্যাম। সড়কের দু'পাশে নেই হকারদের দৌরাত্ম। সিলেট নগরীর জিন্দাবাজার। ছবি-জাগো সিলেট।

‘কঠোর লকডাউনের’ প্রথম দিন সিলেট নগরী ছিল কার্যত ফাঁকা। মানুষ খুব বেশি একটা ঘর থেকে বের হয়নি। কোরবানির ঈদের ছুটি এবং সাপ্তাহিক ছুটির দিন থাকায় সিলেট শহরের ভেতরে যানবাহন চলাচল ও রাস্তাঘাটে মানুষের উপস্থিতি এমনিতেই ছিল কম। কিছু ব্যক্তিগত গাড়ি আর রিকশা ছাড়া তেমন কোন যানবাহন চলাচল করতে দেখা যায়নি।

চিরচেনা যানজটের জিন্দাবাজার পয়েন্ট আজ নিরিবিলি শান্ত।  ছবি-জাগো সিলেট।

চিরচেনা যানজটের জিন্দাবাজার পয়েন্ট আজ নিরিবিলি শান্ত।  ছবি-জাগো সিলেট।

সিলেট নগরীর অন্যান্য এলাকার মতো চৌহাট্রা এলাকায়ও ফাঁকা দৃশ্য দেখা যায়। ছবি-জাগো সিলেট।

কঠোর লকডাউনে সরকারি নির্দেশনা অনুযায়ী বন্ধ রয়েছে গণপরিবহন চলাচল। তবে সিলেট নগরীর উপশহর পয়েন্টে ফাঁকা রাস্তায় ব্যক্তিগত গাড়ি চলতে দেখা যায়  ছবি-জাগো সিলেট।

সিলেট নগরীর ব্যস্ততম বন্দরবাজার এলাকায় রিকশা চালকদের যাত্রীর অপেক্ষায় বসে থাকতে দেখা যায়। ছবি-জাগো সিলেট।

কঠোর লকডাউনে সাধারণ যাত্রীদের চলাচালের একমাত্র বাহন রিকশা। অন্যদিনের তুলনায় আজ রাস্তায় রিকশার সংখ্যাও অনেক কম। সিলেট নগরীর সোবহানীঘাট। ছবি-জাগো সিলেট।