'জানুবিবির মসজিদ' গ্রন্থের মোড়ক উন্মোচন

'জানুবিবির মসজিদ' গ্রন্থের মোড়ক উন্মোচন

নগরীর নয়াসড়ক মসজিদের ইতিহাস-ঐতিহ্য নিয়ে 'জানুবিবির মসজিদ' গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে।

বুধবার (১৪ জুলাই) সকালে প্রাসঙ্গিক কথামালা নিয়ে আব্দুস সাদেক লিপন'র লেখা এ বইয়ের মোড়ক উম্মোচন করেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
 
এ গ্রন্থের মোড়ক উন্মোচন উপলক্ষে সকালে এক সংক্ষিপ্ত সভা করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, নয়াসডক মসজিদ সিলেট নগরকে সমৃদ্ধ করেছে। এটি সিলেট অঞ্চলের ইতিহাস ঐতিহ্যের অংশ হয়ে আছে। তাই এ মসজিদ ও এর আশপাশের বিষয়কে নিয়ে লেখার জন্য লেখককে অভিনন্দন।

এসময় মেয়র মানুষের কল্যাণে কাজ করার তাগিদ দিয়ে বলেন, মানুষের জন্য কাজ করলে আগামীর প্রজন্ম আপনাকে মূল্যায়ন করবে। তাই মূল্যায়ন পেতে হলে মানুষের কল্যাণে কাজ করতে হবে। এই সংকটকালে সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ করেন তিনি।

এসময় লেখক ছাড়াও অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন জানুবিবির পরিবারের পক্ষে আব্দুছ ছালাম আলু ও সিলেট সিটি কর্পোরেশনের কর্মকর্তা ইসমাইলুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।