জাফলংয়ে গুলিতে নিহতের লাশ হস্তান্তর করেছে বিএসএফ

জাফলংয়ে গুলিতে নিহতের লাশ হস্তান্তর করেছে বিএসএফ

সিলেটের গোয়াইনঘাট সীমান্তে খাসিয়াদের গুলিতে মো. কবির হোসেন (৩২) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যুর পর তার লাশ আজ বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। নিহত কবির গত মঙ্গলবার ভারতে প্রবেশ করেন। 

তিনি গায়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের চম্পকনগর গ্রামের আব্দুল করিমের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে সেলিম মিয়া ও কামিল মিয়াকে নিয়ে জাফলংয়ের মায়াবতী ঝর্ণার পাশ দিয়ে ভারত সীমান্তে ঢুকে পড়েন কবির হোসেন। এর দশ মিনিটের মধ্যে ভারতীয় খাসিয়ারা তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এ সময় সেলিম ও কামিল দৌড়ে বাংলাদেশ সীমান্তে পালিয়ে এলেও কবির আসতে পারেননি। এর দুইদিন পর গত বৃহস্পতিবার দুপুরে ভারত সীমান্তে মায়াবতী ঝর্ণার পাশে কবিরের লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। 

বিষয়টি গোয়াইনঘাট থানা পুলিশকে জানান স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য ফারুক হোসেন। এর আরো দুইদিন পর আজ শনিবার সকালে লাশ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে লাশ হস্তান্তর করে বিএসএফ। পরে বিজিবি গোয়াইনঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

এ বিষয়ে যোগাযোগ করা হলে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম লাশ হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন।