জেলা পরিষদের পক্ষ থেকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

জেলা পরিষদের পক্ষ থেকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

সিলেট জেলা পরিষদের পক্ষ থেকে দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ডিগ্রি কলেজে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। 

সোমবার (৪ অক্টোবর) দুপুরে কলেজ মিলনায়তনে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো. আওলাদ হোসেন। সহকারী অধ্যাপক মো. কামরুল হকের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা পরিষদের সদস্য মো. লোকন মিয়া। 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আমরা শিক্ষার্থীদের জন্য উপহার নিয়ে এসেছি। যাতে করে করোনাকালীন সময়ে নিজেকে সুরক্ষার জন্য শিক্ষার্থীরা মাস্ক ব্যবহার করতে পারে। সেই সাথে সাবান দিয়ে নিয়মিত হাত পরিষ্কার রাখে। এ জন্য সিলেট জেলা পরিষদ এ ধরনের মহতি উদ্যোগ হাতে নিয়েছে। 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন-কলেজ পরিচালনা কমিটির সদস্য শহিদুর রহমান শাহীন, এম এ শহীদ পংকি, প্রাক্তন ছাত্র সাংবাদিক খালেদ আহমদ, তরুণ সমাজকর্মী সুমন খান ও কলেজের শিক্ষক শিক্ষিকামন্ডলী। কলেজের প্রায় ৩ শত শিক্ষার্থীর মধ্যে একটি করে জেলা পরিষদের লগো সংবলিত মাস্ক ও সাবান বিতরণ করা হয়।