বন্যার ভয়াবহতা পরিদর্শনে সিলেট আসছেন প্রধানমন্ত্রী

বন্যার ভয়াবহতা পরিদর্শনে সিলেট আসছেন প্রধানমন্ত্রী

বন্যাকবলিত এলাকা পরিদর্শনে মঙ্গলবার সিলেট আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সিলেট বিভাগীয় কমিশনার মো. মোশাররফ হোসেন রোববার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে প্রধানমন্ত্রী ২১ তারিখ সিলেটে আসবেন। তবে পূর্ণাঙ্গ সফরসূচি এখনও পাইনি।’

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, মঙ্গলবার প্রধানমন্ত্রী বন্যা পরিস্থিতি দেখতে হেলিকপ্টরযোগে সিলেট যাবেন। যাওয়ার সময় তিনি নেত্রকোণার পরিস্থিতিও পর্যবেক্ষণ করবেন।

নেত্রকোণায় উড্ডয়নকালে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি নিচু হয়ে যাবে বলেও জানান তিনি। বলেন, এর মধ্য দিয়ে তিনি নেত্রকোণার বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন।

সিলেটে গত বুধবার বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। বৃহস্পতিবার তা ভয়াবহ রূপ নেয়। সেদিন বিকেল থেকে দ্রুত বাড়তে শুরু করে পানি। তলিয়ে যায় সিলেট নগরের বেশির ভাগ এলাকা।

বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলা। এই দুই উপজেলার প্রায় পুরোটাই পানিতে তলিয়ে গেছে। সিলেট-কোম্পানীগঞ্জ আঞ্চলিক মহাসড়কও পানির নিচে। পানির কারণে শুক্রবার বিকেলে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।