বালাগঞ্জে ধান চাল সংগ্রহ ও কৃষকদের মধ্যে চেক বিতরন

বালাগঞ্জে ধান চাল সংগ্রহ ও কৃষকদের মধ্যে চেক বিতরন

বালাগঞ্জ প্রতিনিধি || সিলেটের বালাগঞ্জ খাদ্য গুদামে বালাগঞ্জে ধান চাল সংগ্রহ ২০২৩ ও কৃষকদের মধ্যে চেক বিতরনের উদ্বোধন হয়েছে।

সোমবার সকাল সাড়ে দশটায় উদ্বোধন  করেন ইউএনও রোজিনা আক্তার।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রন কর্মকর্তা লাকী রানীদে, ওসি এলএসডি মুহাম্মদ আব্দুল করিম, বালাগঞ্জ  কৃষকলীগের সভাপতি  আলাল মিয়া, বালাগঞ্জ উপজেলা প্রসক্লাবের সভাপতিরজত চন্দ্র দাস ভুলন, বালাগঞ্জ বার্তার সম্পাদক শাহাবুদ্দিন শাহীন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নির্মল চন্দ্র বনিক, ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের বালাগঞ্জ শাখা ব্যবস্থাপক রাজীব সরদার, তথ্য কর্মকর্তা সুর্বনা দাস ও বালাগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য জয়দীপ চন্দ্র দাস।

এবারের লক্ষ্যমাত্রা ধান ৬২৮টন ও সিদ্ধ চাল ১০২ টন  নির্ধারন করা হয়েছে।আগষ্ট মাস পর্যন্ত সংগ্রহ চলবে।ধান প্রতি কেজি ৩০ টাকা ও সিদ্বচাল  প্রতি কেজি ৪৪ টাকা দরে কৃষকদের কাছ থেকে সরাসরি ক্রয় করা হবে।