৪নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

বিএনপি-জামায়াতের সকল ষড়যন্ত্রের জবাব রাজপথেই দেওয়া হবে: শফিউল আলম চৌধুরী নাদেল

বিএনপি-জামায়াতের সকল ষড়যন্ত্রের জবাব রাজপথেই দেওয়া হবে: শফিউল আলম চৌধুরী নাদেল

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, ৪নং ওয়ার্ড একটি ঐতিহ্যবাহী এলাকা। এই এলাকা থেকেই আমরা সকল গণতান্ত্রিক আন্দোলনের কার্যক্রম পরিচালনা করতাম। এই ওয়ার্ডের ঐতিহ্যকে ধরে রাখতে আমাদেরকে পরশ্রীকাতর যে কোনো বিষয় থেকে দুরে থাকতে হবে।  আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে ব্যাপক উন্নয়ন সাধিত হচ্ছে। আগামী দেড় বছর পরেই জাতীয় নির্বাচন। আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। সংগঠনকে আরও বেশি শক্তিশালী করতে হবে।

সোমবার (১২ সেপ্টেম্বর) রাত ৮.০০ ঘটিকায় ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে আম্বরখানাস্থ গোল্ডেন টাওয়ারের নিচতলায় ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

৪নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাবের আহমদ চৌধুরীর  সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম.এ খান শাহীনের পরিচালনায় সম্মেলনে উদ্বোধকের বক্তব্য প্রদান করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ। প্রধান বক্তার বক্তব্য প্রদান করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন। 

বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ছাদ উদ্দিন আহমদ, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদ উদ্দিন আহমদ, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট বেলাল উদ্দিন, কার্যনির্বাহী সদস্য মোঃ শাহজাহান। শুভেচ্ছা বক্তব্য রাখেন মহানগর ছাত্রলীগের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি হাবিবুর রহমান সেলিম, মহানগর যুবলীগের সভাপতি  আলম খান মুক্তি, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য বেলাল খান, ফয়সল আজাদ খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়জুল আনোয়ার আলাওর, বিজিত চৌধুরী, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোহাম্মদ জুবের খান, উপ-দপ্তর সম্পাদক অমিতাভ চক্রবর্ত্তী রনি, কার্যনির্বাহী সদস্য আব্দুল আহাদ চৌধুরী মিরন, রাহাত তরফদার, সৈয়দ কামাল,  জামাল আহমদ চৌধুরী, জুমাদিন আহমদ, ইলিয়াস আহমেদ জুয়েল। 

এসময়ে উপস্থিত ছিলেন সম্মেলন প্রস্তুতি কমিটির নেতৃবৃন্দ আনোয়ার বক্ত মজুমদার,কামরুজ্জামান বাবু , এ.কে আজাদ খান, পঞ্চু সিংহ, সাইফুজ্জামান আনু, মোতাহের আহমদ, মোঃ ফারুক আলী, হাজী লেকত আলী, সিদ্দেক আলী, ফারুক ইসলাম ফারুক, ১৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাজোয়ান আহমদ, ২১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইসমাইল মাহমুদ সুজন, মঈনুল ইসলাম মঈন,  ওয়ার্ড যুবলীগের সভাপতি মুহিবুর রহমান মুন্না, সাধারণ সম্পাদক  এমদাদ হোসেন ,ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি শহিদ শেখ সহ ওয়ার্ড আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে মহানগর আওয়ামী লীগের সভাপতির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদকের পরিচালনায় আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী কাউন্সিলরবৃন্দের মতামতের ভিত্তিতে  ওয়ার্ডের সভাপতি হিসাবে ফয়েজ খান পিয়ারা এবং সাধারণ সম্পাদক হিসাবে এম.এ খান শাহীন -কে নির্বাচিত করা হয়।