বিচ্ছিন্ন হাত জোড়া লাগালো মাউন্ট এডোরা হাসপাতাল

বিচ্ছিন্ন হাত জোড়া লাগালো মাউন্ট এডোরা হাসপাতাল
ছবি- সংগৃহীত

সিলেটের গোয়াইনঘাটের বাসিন্দা দেলোয়ার হোসেন নামের এক যুবকের দুর্ঘটায় দুই টুকরো হয়ে যায় হাত। দুর্ঘটনার পর স্বজনরা দুই টুকরো হয়ে যাওয়া হাতের অংশ নিয়ে আসেন সিলেটের মাউন্ট এডোরার হাসপাতালে (নয়াসড়ক শাখা)।

সেখানকার চিকিৎসকরা অস্ত্রপচার চালিয়ে এই যুবকের টুকরো হওয়া হাত জোড়া লাগাতে সক্ষম হন। সফলভাবে এমন অস্ত্রপচার সম্পন্ন হওয়ায় খুশি দেলোয়ার পরিবার ও চিকিৎসকরা।

গেল ৯ জুলাই শুক্রবারে অস্ত্রপচার করে সফলতার সাথে বিচ্ছিন্ন হাত জোড়া লাগানো হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, অস্ত্রপচারে নেতৃত্ব দিয়েছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বিভাগীয় প্রধান (বার্ণ ও প্লাস্টিক সার্জারি) ডাঃ মোঃ আব্দুল মান্নান।  সঙে ছিলেন অর্থোপেডিক বিশেষজ্ঞ ডাঃ মোঃ তওফিক আলম সিদ্দীকী, ডাঃ এন এ শোভন (এ্যানেস্থেসিয়া), ডাঃ পল্লব, ডাঃ মাসুদ হোসাইন।

এদিকে, এতো বড় একটি অস্ত্রপচার সফলতার সাথে সম্পন্ন করাকে সিলেট অঞ্চলের চিকিৎসাসেবা সেবার জন্য একটি মাইলফলক বলে মনে করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।