ভারতে দৈনিক আক্রান্ত ২০ শতাংশ বাড়ল

ভারতে দৈনিক আক্রান্ত ২০ শতাংশ বাড়ল

ভারতে করোনাভাইরাসে দৈনিক সংক্রমণের হার আগের চেয়ে বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৯৮৭ জন। বুধবার যা ছিল ১৫ হাজার ৮২৩। সে হিসেবে আগের দিনের তুলনায় প্রায় ২০ শতাংশ বেড়েছে দৈনিক সংক্রমণ। 

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪০ লাখ ২০ হাজার ৭৩০।

বৃহস্পতিবারের স্বাস্থ্য বুলেটিনে বলা হয়, আক্রান্তের পাশাপাশি ভারতে দৈনিক মৃত্যুও কিছুটা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ২৪৬ জন। এ নিয়ে মোট প্রাণহানি হয়েছে ৪ লাখ ৫১ হাজার ৪৩৫ জনের।

ভারতে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি কেরালায়। গত কয়েক দিন রাজ্যটিতে আক্রান্তের সংখ্যা ১০ হাজারের নীচে নামলেও বৃহস্পতিবার তা ফের ১১ হাজার ছাড়িয়েছে। মহারাষ্ট্রে অবশ্য আড়াই হাজারের কমই রয়েছে। 

তামিলনাড়ুতে ১২০০- এর ঘরে রয়েছে আক্রান্ত। পশ্চিমবঙ্গ এবং ওড়িশাতে আক্রান্ত মাসখানেক ধরেই ৬০০ থেকে ৭০০-র ঘরে রয়েছে আক্রান্তের সংখ্যা। তবে কর্নাটক এবং অন্ধ্রপ্রদেশে গত কয়েক দিনে ৫০০-এর কাছাকাছি নেমেছে আক্রান্তের সংখ্যা। কিন্তু মিজোরামে সংক্রমণ কমার কোনো লক্ষণই নেই। গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্তের সংখ্যা ১ হাজার ২৮।

এদিকে বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৭ হাজার ৪৮১ জন মারা গেছেন। এ নিয়ে মোট মৃত্যু হলো ৪৮ লাখ ৮৮ হাজার ৭০৮ জনে।

এছাড়া নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৪ লাখ ৩৮ হাজার ৮৮০ জন। এতে বিশ্বব্যাপী করোনা শনাক্ত ছাড়িয়েছে ২৩ কোটি ৯৯ লাখ ৬ হাজার ৭১৪ জনে।