ভূমিকম্পে ফের কেঁপে উঠলো সিলেট

ভূমিকম্পে ফের কেঁপে উঠলো সিলেট
ছবি- জাগো সিলেট

পাঁচ মিনিটের মধ্যে দুইবার ভূকম্পনে কেঁপে উঠেছে সিলেট। এতে সিলেটজুড়ে আতঙ্ক দেখা দিয়েছে।

সোমবার (৭ জুন) বিকেল ৬টা ২৯ মিনিট এবং ৬টা ৩১ মিনিটে পরপর দুইবার ভূকম্পন অনুভূত হয়। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পের উৎপত্তিস্থল ও মাত্রা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী।

এর আগে গত শনিবার (২৯ মে) দফায় দফায় ভূমিকম্প হয় সিলেটে। ওই সময় সিলেটের জৈন্তা অঞ্চলে ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল।

এদিকে অনেকেই ধারণা করছেন, ছোট ছোট ভূমিকম্পের পর বড় ধরনের ভূমিকম্প হতে পারে। আর বড় ধরনের ভূমিকম্প হলে সিলেট সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে।