মৌলভীবাজার থেকে ‘জঙ্গি সংগঠনের’ সদস্য আটক

মৌলভীবাজার থেকে ‘জঙ্গি সংগঠনের’ সদস্য আটক

মৌলভীবাজার থেকে মো. আজিজুর রহমান জাহিনকে (১৯) নামের এক যুবককে আটক করেছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)। সে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার-আল ইসলামেরে এক সদস্য সক্রিয় সদস্য হিসেবে ধারণা করা হচ্ছে।

বুধবার (২৫ আগস্ট) ভোরে মৌলভীবাজার সদর উপজেলার জগন্নাথপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। তবে মঙ্গলবার (৩১ আগস্ট) সন্ধ্যায় মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, কৌশলগত কারণে গ্রেপ্তারের বিষয়টি তাৎক্ষনিক জানানো হয়নি। মৌলভীবাজার সদর থানায় ঘটনার দিনেই মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

আটককালে তার কাছ থেকে একটি মোবাইল ফোন, উগ্রবাদী বই, প্রশিক্ষণ ও কৌশল বিষয়ক ম্যানুয়াল, প্রচারপত্রের সফট কপি, সংরক্ষিত ভিডিও, প্রিন্টেড বই জব্দ করা হয়েছে।

আটক আজিজুর মৌলভীবাজার সদর উপজেলার জগন্নাথপুর এলাকার মো. আতাউর রহমান এর ছেলে। সে স্থানীয় একটি কওমি মাদ্রাসার ছাত্র।