রেজা কিবরিয়াকে আহ্বায়ক করে ভিপি নুরের নতুন দলের আত্মপ্রকাশ

রেজা কিবরিয়াকে আহ্বায়ক করে ভিপি নুরের নতুন দলের আত্মপ্রকাশ

ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের নতুন দল গণ অধিকার পরিষদ আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে আজ মঙ্গলবার। এ দলের আহ্বায়ক রেজা কিবরিয়া ও সদস্যসচিব হিসেবে আছেন ভিপি নুর।

মঙ্গলবার (২৬ অক্টোবর) বেলা ১২টার দিকে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় পুরানা পল্টন থেকে এ ঘোষণা আসে।

২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের সময় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের অন্যতম যুগ্ম-আহ্বায়ক হিসেবে নুর আলোচনায় আসেন। পরবর্তীতে ২০১৯ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচনে সহসভাপতি (ভিপি) নির্বাচিত হন।

গত বছরের শেষ দিকে গণ অধিকার পরিষদের ঘোষণা দেন নুর।

ডিসেম্বরে এক সমাবেশে তিনি বলেন, আজ দেশে তারুণ্যের গণ-আন্দোলন শুরু হয়েছে। দেশে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে, গণতান্ত্রিক বাংলাদেশ বাস্তবায়নে আজকের তরুণ সমাজ একটি নতুন রাজনৈতিক দল গঠনের জন্য কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, আমরা এই অত্যাচার, নির্যাতনের মধ্যেও আমাদের ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদ নিয়ে সারা দেশে কাজ করে যাচ্ছি। শিগগিরই আমাদের রাজনৈতিক দল গণ অধিকার পরিষদের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটবে।