লাউয়াছড়ায় বিশ্ব বন্যপ্রাণী দিবস পালিত

লাউয়াছড়ায় বিশ্ব বন্যপ্রাণী দিবস পালিত

বন্যপ্রাণী অবমুক্ত ও লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর দিয়ে বয়ে চলা শ্রীমঙ্গল এবং ভানুগাছ সড়কে যানবাহনের গতিসীমা সীমিত রাখার বিষয়ে সচেতনতামূলক কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে বিশ্ব বন্যপ্রাণী দিবস।

বিশ্ব বন্যপ্রাণী দিবস উপলক্ষে বৃহস্পতিবার (৩ মার্চ) সকাল ৯টায় কমলগঞ্জের লাউয়াছড়া উদ্যানের ভেতর দিয়ে চলা ভানুগাছ শ্রীমঙ্গল সড়কে যানবাহনের গতিসীমা সীমিত রাখার বিষয়ে সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মেহেদী হাসান।

পরে বিলুপ্তপ্রায় প্রজাতির ছোট লেজি একটি বানর জাতীয় উদ্যানের জানকীছড়া বনে অবমুক্ত করা হয়।

লাউয়াছড়া জাতীয় উদ্যানের সহ ব্যবস্থাপনা কমিটি আয়োজনে অনুষ্ঠানে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী, লাউয়াছড়া সহ ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোসাদ্দেক আহমেদ মানিক, সহকারী বন সংরক্ষক শ্যামল মিত্র, সহ ব্যবস্থাপনা কমিটির সহ সভাপতি মো. সিদ্দেক আলী, লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা শহীদুল ইসলাম, বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সিতেশ রঞ্জন দেবসহ বন বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বনের ভেতরে সড়কে যাতায়াত কালে যানবাহনের গতিসীমা ঘন্টায় সর্বোচ্চ ২০ কিলোমিটার সীমিত রাখার বিষয়ে চালকদের সচেতনতায় অংশ নেন পর্যটন পুলিশ, র‌্যাব-৯, বিএনসিসি ও স্কাউট সদস্য, স্ট্যান্ড ফর আওয়ার এনড্যাঞ্জারড ওয়াইল্ডলাইফের সদস্য, জীব বৈচিত্র্যরক্ষা কমিটি, শ্রীমঙ্গল বাইসাইকেল রাইডিং সমিতির সদস্যরা। এসময় তারা বিভিন্ন যানবাহনে সচেতনতামূলক স্টিকার লাগিয়ে দেন।