শনিবার থেকে ঢাকা-সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট শুরু

শনিবার থেকে ঢাকা-সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট শুরু

২৫ ডিসেম্বর থেকে পুনরায় ম্যানচেস্টারে ফ্লাইট শুরু করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সর্বশেষ ২৯ মার্চ পর্যন্ত এ রুটে ফ্লাইট পরিচালনা করতো বিমান। মঙ্গলবার (২১ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিমান।

বিমান জানিয়েছে, শনিবার থেকে ঢাকা-সিলেট-ম্যানচেস্টার রুটে পুনরায় ফ্লাইট পরিচালনা করা হবে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানের ফ্লাইট বিজি ২০৭ স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় উড্ডয়ন করে সিলেট পৌঁছাবে দুপুর ১টা ১০ মিনিটে। এরপর সিলেট থেকে ম্যানচেস্টারের উদ্দেশে যাত্রা করবে দুপুর ২টা ১৫ মিনিটে। সেই ফ্লাইটটি  ম্যানচেস্টারে পৌঁছাবে স্থানীয় সময় রাত ৮টায়।

ড্রিমলাইনার উড়োজাহাজের মাধ্যমে ম্যানচেস্টার ফ্লাইট পরিচালিত হবে। ২৫ মার্চ পর্যন্ত এই রুটে সপ্তাহে ২টি করে ফ্লাইট পরিচালনা করবে বিমান। প্রতি বৃহস্পতিবার এবং রবিবার ফ্লাইট ঢাকা থেকে সিলেট হয়ে ম্যানচেস্টার পৌঁছাবে। ম্যানচেস্টার থেকে ফিরতি ফ্লাইট সপ্তাহে প্রতি শুক্রবার ও সোমবার সিলেট পৌঁছাবে।