শাবিতে গুচ্ছ ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিত ৯৪ শতাংশ

শাবিতে গুচ্ছ ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিত ৯৪ শতাংশ

আজ শনিবার ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্যদিয়ে শেষ হয়েছে গুচ্ছ পদ্ধতিতে ২০২২-২৩ সেশনের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে উপস্থিতির হার ৯৪ দশমিক ৬৭ শতাংশ।

শনিবার (৩ জুন) শাবিপ্রবি কেন্দ্রের ভর্তি কমিটির সদস্য সচিব ড. মো. মাহবুবুল হাকিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত দেশের ১৯টি কেন্দ্রে একযোগে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলে। এ ইউনিটের ভর্তি পরীক্ষায় শাবিপ্রবিতে ৮টি ভবন ও নিকটস্থ বর্ডারগার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ভবনে অংশগ্রহণ করেছেন পাঁচ হাজার ৭১৭জন। অনুপস্থিত ছিলেন ৩২২ জন শিক্ষার্থী।

সার্বিক পরিস্থিতি বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরী বলেন, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, যাতায়াত সুবিধায় শিক্ষার্থীদের জন্য ১২টি বাস শহরের মূল পয়েন্টগুলোতে রাখা হয়। প্রয়োজনে আলাদা গাড়ির ব্যবস্থা করা হবে।