মৌলভীবাজারের শ্রীমঙ্গল

সর্বস্থরের মানুষের ভালবাসায় মুক্তিযোদ্ধা শফিকের শেষযাত্রা, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

সর্বস্থরের মানুষের ভালবাসায় মুক্তিযোদ্ধা শফিকের শেষযাত্রা,  রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার খাসগাঁও ৬নং হাসিদুন ইউনিয়নের সুইনগড় গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও সাবেক পুলিশ সদস্য মরহুম হাজী মোহাম্মদ শফিক খানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার আসর বাদ সুইনগড় জামে মসজিদ মাঠে শ্রীমঙ্গল থানা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। এসময় উপস্থিত  ছিলেন শ্রীমঙ্গল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা সন্দ্বীপ তালুকদার।

গার্ড অফ অর্নার শেষে একই মাঠে মরহুমের জানাজা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন করা হয়। 

সুইনগড় গ্রামের মরহুম হাজী মোহাম্মদ শফিক খান মৃত আলী মাহমুদ খানের ছেলে। বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ শফিক খান (৯০) দীর্ঘদিন বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন। চিকিৎসাধীন থাকা অবস্থায় সোমবার রাত ১টার দিকে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি …. রাজিউন)। মৃত্যুকালে ৫ পুত্র ও দুই কন্যাসহ বহু গুণগ্রহী রেখে গেছেন।

এসময় শ্রীমঙ্গল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা সন্দ্বীপ তালুকদার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কুমোদ মিনন দেব, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সালিক মিয়া, শ্রীমঙ্গল থানা পুলিশ পরিদর্শক তদন্ত আমিনুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী সালিক মিয়া ও মুক্তিযোদ্ধা বৃন্দ সহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।