সাধারণ মানুষের উন্নয়নের কাজ করতে চাই: শফি চৌধুরী

সাধারণ মানুষের উন্নয়নের কাজ করতে চাই: শফি চৌধুরী

সিলেট-৩ আসনের উপ নির্বাচনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক এমপি শফি আহমদ চৌধুরী বলেছেন, ফেঞ্চুগঞ্জসহ দক্ষিণ সুরমা ও বালাগঞ্জের উন্নয়নের জন্য আমি বিগত দিনে মনপ্রাণ দিয়ে কাজ করেছি। আপনারা আমার সংসদ সদস্য থাকাকালীন পাঁচ বছরের উন্নয়ন কর্মকান্ডের সাথে অন্যান্য দলের উন্নয়ন তুলনা করলে দিবালোকের মত সবকিছু পরিস্কার বুুঝতে পারবেন।

তিনি মঙ্গলবার ১৭ই আগস্ট  ফেঞ্চুগঞ্জ উপজেলার পাঠানচক ও ইলাশপুরে একাধিক মতবিনিময় সভায়  এ কথাগুলো বলেন।

তিনি বলেন, আমি দক্ষিণ সুরমা উপজেলা তৈরি করেছি, কার্যালয় ও স্থাপন করে দিয়েছি, পাশে একটি মহিলা কলেজ করেছি। ফেঞ্চুগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে রাস্তাঘাট, স্কুল,  কলেজ, মসজিদ , মাদ্রাসা সহ বিভিন্ন স্থাপনা করে দিয়েছি। বিশেষ করে পাঠানচক গ্রামের রাস্তা ও স্কুলের ভবন নির্মান করে দিয়েছি। আমি সব সময় সাধারণ মানুষের কল্যানের জন্য কাজ করেছি। কে কোন দল করে, সেটা আমার কাছে বিবেচ্য বিষয় নয়। আমি মানুষের জন্য কাজ করতে চাই।এবার যদি আমাকে শেষ বয়সে আপনারা উপনির্বাচনে মাধ্যমে সুযোগ দেন, তাহলে ঘরে ঘরে গ্যাস ও অসমাপ্ত উন্নয়ন উপহার দিবো।

মতবিনিময়কালে রাজনৈতিক, সুশীল সমাজের প্রতিনিধি, যুব ও ছাত্র সমাজ সহ জনসাধারণ উপস্থিত ছিলেন।