সিলেট থেকে শুরু হচ্ছে ‘বিদিশার নেতৃত্বাধীন জাপা’র যাত্রা

সিলেট থেকে শুরু হচ্ছে ‘বিদিশার নেতৃত্বাধীন জাপা’র যাত্রা

জাতীয় পার্টি নেতৃত্বেই আসছেন পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিকী।

শনিবার (১১ সেপ্টেম্বর) সিলেটে হজরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে শুরু করবেন এই যাত্রা। আর মাজার জিয়ারত শেষে গণমাধ্যমকে আনুষ্ঠানিকভাবেই বিষয়টি জানাবেন বিদিশা।

বিদিশা সাদ বলেন, জাতীয় পার্টিকে বাঁচাতে হবে। দলটি প্রায় শেষ। দলটিকে ‍পুনর্গঠন করতে হবে। এজন্য শনিবার সিলেট শাহজালাল (র.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে সেই আনুষ্ঠানিকতা শুরু করতে চাই।

শনিবার মাজার জিয়ারতের পর কী ধরনের ঘোষণা আসতে পারে— এ বিষয়ে এখনই মুখ খুলতে নারাজ বিদিশা।

তিনি বলেন, আপাতত এই মুহূর্তে আর কিছু বলতে পারব না। সিলেটে সাংবাদিকদের সঙ্গে কথা বলব। সিলেট থেকে ঢাকায় ফেরার পরও আনুষ্ঠানিকভাবে কথা বলব।

জাতীয় পার্টির শীর্ষ নেতাদের একটি দল এরই মধ্যে সড়ক পথে সিলেটের উদ্দেশে রওনা হয়েছেন বলে জানিয়েছেন বিদিশা। আর বিদিশা নিজে সিলেট যাচ্ছেন শনিবার সকালে, আকাশপথে। দলের কয়েকজন নেতা থাকবেন তার সঙ্গে।

বিদিশা বলেন, শনিবার দুপুর ১২টা কিংবা ১টার সময় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে কথা বলব।