সিলেট ফিরেছে তার পুরনো রুপে

সিলেট ফিরেছে তার পুরনো রুপে

কঠোরতম ১১তম দিনের লকডউনে সিলেটে সকাল থেকেই স্বাভাবিক রয়েছে জনজীবন। দোকানপাট-মার্কেট বন্ধ থাকলেও চলছে প্রাইভেটকার, সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেল।

সোমবার সকাল থে‌কে নগরীর বন্দরবাজার, জিন্দাবাজার, আম্বরখানা, চৌহাট্টা, রিকাবীবাজার, এলাকা ঘুরে এ চিত্র দেখা গেছে।

প্রাইভেটকার, মাইক্রো, রিকশা, ট্রাক, কাভার্ডভ্যানসহ সব ধরনের ব্যক্তিগত যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। অদ গণপরিবহনের বাস-ছাড়া অন্যসব যানবাহন চলাচল করছে স্বাভাবিকভাবেই। এছাড়া হাটবাজারে মানুষ আগের চেয়েও বেশি। অথচ কয়েক দিন আগেও লকডাউনের কারণে পুরোপুরি অচেনা রূপে ছিল সিলেট।

এদিকে নগরে পুলিশের তেমন কোনো তৎপরতা লক্ষ্য করা যায়নি। বন্দরবাজার পয়েন্টে কয়েকজন ট্রাফিক সদস্যকে যানবাহন নিয়ন্ত্রণের চেষ্টা করতে দেখা যায়। তবে সিলেটের প্রবেশমুখে পুলিশের তৎপরতা নামমাত্র।

এ বিষয়ে সি‌লেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্ল্যাহ তাহের জানান, লকডাউন বাস্তবায়নে পুলিশ তৎপর রয়েছে। সিলেটের প্রবেশ ও বাইরের মুখে ট্রাফিক বিভাগের চেকপোস্ট রয়েছে।